শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘ফিদে বিশ্বকাপ দাবা-২০২৩ ও ফিদে বিশ্বকাপ মহিলা দাবা-২০২৩ এর কোয়ালিফায়িং বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও মহিলা বিভাগের প্রতিযোগিতা।’ এই প্রতিযোগিতার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আজ সোমবার (০৮ মে, ২০২৩) যুক্ত হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
বিকেলে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের দিলকুশা হলে প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলার উদ্বোধন করেন ডেভেলোপমেন্ট পার্টনার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
বিশ^ দাবা সংস্থার জোন-৩.২ এর ৬টি দেশ বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ওপেন বিভাগে ২ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৫৬ জন এবং মহিলা বিভাগে ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ওপেন গ্রুপে ৫ পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও শ্রীলংকার ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
মহিলা বিভাগে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস শীর্ষে ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
Leave a Reply