নেত্রকোনা জেলার সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী ভোটের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে অন্তত কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার দিকে উপজেলার ভোটের ঘর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবসী সূত্রে জানা যায় : সাথে সাথে নেত্রকোনা ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরেও আসতে বিলম্ব হলে এলকাবসী অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি তারা আরো বলে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস কে বিষয়টি অবগত করলেও তারা সঠিক সময়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করেনি, ঘটনার বেশ কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান (সুমন) জানান : রবিবার দিবাগত রাতে ইউনিয়নের ভোটের ঘর বাজারে দুইটা মনোহারি- দুইটি ইলেকট্রনিক্স ও একটি ফার্মেসি দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রথমে এই এলাকার স্বপন মিয়ার মনোহারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে এলকাবসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫টি দোকান-ঘর পুড়ে গেছে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, তখন ফায়ার সাভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply